”আতর লোবানের ঘ্রাণ এসে…. “- মনির জামানের কবিতা

0
281
মনির-এনকে

আতর লোবানের ঘ্রাণ এসে…..
মনির জামান

ঘুমোতে পারছি না
কবরস্থান হ’তে আতর লোবানের ঘ্রাণ
এসে জাগিয়ে রাখছে চোখের পাতা
মুদলেই মানচিত্র আঁকা
একটা পিঠ ভেসে উঠছে
ঝিঁঝিগুলোর একটানা চিৎকারে কাঁপছে অন্তরাত্মা !

দীপ্ত আলোয় সমস্ত খুনিরা
একটু হ’লেও জিরিয়ে নিচ্ছে রাষ্ট্রীয় কুঠুরিতে

শুভেচ্ছা বিনিময় শেষে মি. প্রেসিডেন্ট
জীবাণুযুক্ত হাত ধুঁয়ে এসে মৃদু হাসছেন
প্রেস-উইঙ্গাররা এই ফাঁকে মিথ্যেগুলোকে কথার মারপ্যাচে
কীভাবে প্রচার করবেন তাঁর ট্রায়াল দিচ্ছেন

নৈবেদ্যের ডালা দেখে
আমিও বলে দিতে পারি
ভোজানুষ্ঠানে আসা কুকুরগুলো কোন মাপের শিকারি

যা ঘটেছে তাকে তো আর আমরা ফেরাতে পারছি না
ঘটনা পরবর্তী যা হয়েছে তা ভালোই হয়েছে

একজন শহিদের শেষকৃত্যে
আপনি নিঃশ্চয়ই দেশপ্রেমিক ছাড়া
মিথ্যুক নৃপতিকে শামিল হ’তে দেখতে চাইতেন না

যে দেশে সত্য বলা মানা, ন্যয়বিচার পরাহত
সেখানে আমরা চাইলেই কী
একজন নদীপ্রেমী, দেশপ্রেমী আর খুন হবে না?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“মধ্যরাতের চিঠি “- সৌমিক ডি.মজুমদারের কবিতা
পরবর্তী নিবন্ধ”প্লেটোনিক”- শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়ালের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে