“আত্মার ভোরবেলা”- ওয়াহিদ জালালের কবিতা

0
402
ওয়াহিদ জালাল এনকে

আত্মার ভোরবেলা || ওয়াহিদ জালাল

তুই আমার বুকের ভেতর
হাহাকারের বাতাসে বেরিয়ে আসা
দীর্ঘশ্বাস,
তুই আমার কাঙ্গাল মনের
বিষের জ্বালায় উথলে ওঠা
বিশ্বাস।

যতোবার ডুবে যাই অন্ধকারে
যতোবার গাঁথি আত্মার সুঁতোয় তোরে,
মনের ভূবন ভরে ওঠে কামনায়
লাখ উদয় ডাকে আমারে কাছে আয়।

তুই আমার রক্তের নদীতে
ভেসে থাকা নায়ের মতো
চিরকাল,
তুই আমার বুকের ওপর
মায়ের আদর পবিত্র ভালবাসার
রাখাল।

জীবন সমুদ্র হেসে বলে উঠে
সুখের শতদল তোর সুন্দরে ফুটে,
যে বরফ আগুনে হৃদয়ের মতো জ্বলে
জনমের প্রবল মৌসুম সেখানে রেখেছি খুলে।

তুই আমার সিজদার প্রার্থনা
মনের ভাষা আয়ুর জমিন
সৃজনে,
তুই আমার চিরচেনা তৃষ্ণা
নিবারণের পরম অকূল পদ্মা
গোপনে।

২০.০৯.০১৬
লিভারপুল,ইংল্যান্ড

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“দম্ভ করে” কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“ফুল ঝরে। পাতা ঝরে।” -কবি আজাদুর রহমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে