আমাকে ক্ষমা করে দিয়ো নারী -যুক্তরাজ্য লন্ডন প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিন‘এর কবিতা

0
365
Fahmida Yasmin

আমাকে ক্ষমা করে দিয়ো নারী

কবি ফাহমিদা ইয়াসমিন,যুক্তরাজ্য লন্ডন প্রবাসী

ধর্ষণ কোন প্রেম নয় অত্যাচার
নারীর প্রতি জঘন্য নখের থাবা
জানোয়ারের কামনা লালসার সুতীব্র লোভ
কামুক কাপুরুষের নির্লজ্জ হাসি।

দেশের বুকে শত শত নারীর সম্ভ্রম
হায়েনার থাবায় বিনষ্ট হচ্ছে প্রতিদিন
নারীর আর্তচিৎকারে প্রকম্পিত হচ্ছে আকাশ
বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত বিলাস।

কে যাবে কার কাছে
যে নারী ধর্ষিত হলো
যে নারী শরীরে রক্তাক্ত ক্ষত নিয়ে
বিচারের মুখোমুখি দাঁড়ালো
সেই নারীই বিমর্ষ মনে কাঁদতে কাঁদতে
ফিরে আসে নিজের ঘরে।
বিচারহীন এই দেশে ঘৃণায় ক্ষোভে
অতঃপর আত্মহত্যা করে
নিজের জীবন বিসর্জন দিয়ে চলে যায়
ঘৃণার জগত ছেড়ে।

হায় নারী
তোমার বিমর্ষ মুখ-
আমার বুকে বিদ্ধ করছে
অভিশাপের জ্বলন্ত আগুন
আমাকে ক্ষমা করে দিয়ো
আমার অক্ষমতায় আমিও দগ্ধ।

Advertisement
উৎসFahmida Yasmin
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় মাটির দেয়াল ধসে গৃহবধু নিহত
পরবর্তী নিবন্ধআজন্ম জন্মজখম -কবি মৌ সাহা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে