আমি -সজিবুল ইসলাম পান্নার কবিতা

0
786
সজিবুল ইসলাম পান্না

আমি

সজিবুল ইসলাম পান্না

আমি আর আগের মত নেই
আমি ইচ্ছা করলেই আর আগের মত
সেই প্রাণবন্ত হাসি হাসতে পারি না,
পারি না কারো সাথে মিষ্টি করে দুটো কথা বলতে।
এখন যাহাই বলি সবি তেতো লাগে, রস কষ হীন।
আমি আর আগের মত নেই
আমি ইচ্ছে করলেই আর আগের মত
মুক্ত আকাশে উড়তে পারি না।
পারি না আর আগের মত মুক্ত কন্ঠে গান গাইতে।
পারি না কাউকে গান শোনাতে।
আজ আমি জোড়ামই শিকল নামক এক বন্ধনে আবদ্ধ।
আমি আর আগের মত নেই
এখন আর ইচ্ছা করলেই
যখন তখন কবিতা গান লিখতে পারি না।
পারিনা না কাওকে কবিতা শোনাতে।
পারিনা কাউকে কবিতার ছলে
ভালো বাসার কথা বলতে।
সেই মানুষিকতাই যেনো হারিয়ে গেছে।
আমি আর আগের মত নেই
এখন ইচ্ছা করলেই আর আগের মত
পারি না নিয়োম মাফিক ঘুমাতে, পড়তে।
এখন রাত কাটে ঘুমহীন চোখ নিয়ে।
নানা ভাবনা এখন আমার সঙ্গী।
তাদের সাথে নিয়েই চলতে হয়।
ইচ্ছা করলেও তাদের সঙ্গ ত্যাগ করতে পারি না।
আমি আসলেই আর আগের মত নেই।
বদলে গেছি শুধু পড়ে আছে সেই পুরোনো স্মৃতি।

Advertisement
উৎসসজিবুল ইসলাম পান্না
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় মাটিচাপায় শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধনাটোরে আজ থেকে কানাইখালী মাঠে শুরু হলো কাঁচা বাজার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে