আসাদজামান এর দুটি কবিতা

0
323

আসাদজামান এর কবিতা–
ভবঘুরে

মৃত্যু ঘুরে শহর জুড়ে মৃত্যু ঘুরে গাঁয়
মৃত্যু ঘুরে খোলামাঠে সদর দরজায়।
মৃত্যু ঘুরে মৃত্যু ঘুরে, মৃত্যু মরণপণ
মৃত্যু ঘুরে ডানে বামে মৃত্যু সারাক্ষণ।

মৃত্যু ঘুরে বাড়ি বাড়ি, মৃত্যু ভবঘুরে
মৃত্যু ঘুরে নিত্যদিন মৃত্যু কাছেদূরে।
মৃত্যু ঘুরে ভরদুপুরে মৃত্যু ঘুরে রাত্রি
মৃত্যু নিয়ে দুশ্চিন্তা মৃত্যু পথের যাত্রী।

০৯.০৪.২০২১

এসো সদলবলে
||আসাদজামান

আমরা এখন নদী খুঁজি,নদীর ঘোলা জল
নেশার ঘোরে খুঁজছিনা আর কোনো শপিং মল।
খুঁজছি নদীর বাঁকে বাঁকে জলমাতালের মুখ
কোথায় নদীর দুঃখ জমা,কোথায় থাকে সুখ।

আমরা খুঁজি নূতন কিছু, উৎসুক এই মন
কাঁঠালচাঁপার গন্ধে মাতি,শাল-পিয়ালের বন।
আমরা খুঁজি সাগর পাহাড় আর সমতল ভূমি
আমি থেকে আমরা এখন আর খুঁজিনা তুমি।

আমরা খুঁজি আকাশ ও মেঘ এবং রাতের তারা
আমরা খুঁজি জীবন নদী, সচল জলের ধারা।
শোকে তো নেই আমরা এখন! সগৌরবে হাঁক–
আমরা খুঁজি ভালোবাসা, হিংসা চুলোয় যাক।

আমরা এখন কাদায় বাঁচি,ধান ফসলের মাঠ
আমরা খুঁজি মন মননে, চিত্রা নদীর ঘাট।
আমরা দু’জন বন্দী জীবন সেই ছেড়েছি কবে
দেখবে যদি মুক্তির ছোঁয়া , এসো সদলবলে।

০৯.০৪.২০২১

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরেও গরম বাতাসে পুড়েছে হাজারো কৃষকের কপাল
পরবর্তী নিবন্ধশৈশব…..! দেবাশীষ সরকার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে