আয়নাবাজি -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা

0
438
Aleya Armin Alow

আয়নাবাজি

কবি আলেয়া আরমিন আলো

গভীর প্রেমোঘোরে
কামনার তোলপাড়ে
সোহাগে ভেঙেচুরে
অধিকার ছুঁতে গিয়ে জানি
প্রনয়ে মোড়ানো ছিলো
শুধু প্রয়োজনেরই হাতছানি।

মোহকে মায়া ভেবে
দেবতার অবয়বে
যারে হৃদিমন্দিরে পূজি
অর্ঘ্য সমর্পন শেষে
তীব্র অবজ্ঞায়
সে দেবতাও তাচ্ছিল্যে হাসে।

মমতায় জড়িয়ে রাখি
যে চোখে স্বপ্ন আঁকি
শতরূপে সাজাই সারাবেলা
অতঃপর কাটে ঘোর
মুখোশের আয়নাবাজিতে
বৃথাই গত হলো অমূল্য প্রহর।

১১-১-২০২১.

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅবৈধভাবে চাল মজুদের দায়ে দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপাহাড়ের গায়ে ধুলোর কান্না ঝরে -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে