ইচ্ছে করে হারিয়ে যাই -কবি চয়ন্ত বণিক‘এর কবিতা

0
581
চয়ন্ত বণিক

ইচ্ছে করে হারিয়ে যাই

চয়ন্ত বণিক

ইচ্ছে করে হারিয়ে যাই
উড়ন্ত পাখিদের ভীড়ে,
ইচ্ছে করে হারিয়ে যাই
তিতাস নদীটির তীরে।

ইচ্ছে করে হারিয়ে যাই
গাঁয়ের কিশলয়ের সাজে,
ইচ্ছে করে হারিয়ে যাই
ঝরা কাঁঠাল পাতার মাঝে।

ইচ্ছে করে হারিয়ে যাই
সমাজ থেকে দূরে,
ইচ্ছে করে হারিয়ে যাই
আলো থেকে আঁধারে।

ইচ্ছে করে হারিয়ে যাই
প্রেম যেখানে_সেথায়,
ইচ্ছে করে হারিয়ে যাই
খুনখারাবি নাই যেথায়।

ইচ্ছে করে হারিয়ে যাই
ভেদাভেদ নাই সেখানে,
ইচ্ছে করে হারিয়ে যাই
গভীর নির্জন অরন্যে।

রচনা : ১৬-৪-২০২১

Advertisement
উৎসচয়ন্ত বণিক
পূর্ববর্তী নিবন্ধনাটোরে প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন এক লাখ একুশ হাজার পরিবার
পরবর্তী নিবন্ধমৃত্যু চাই -মহিউদ্দিন ফারুক অপু‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে