ঈদ আসে -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা

0
821
Aleya Armin Alow

ঈদ আসে

কবি আলেয়া আরমিন আলো

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শিক্ষা দিয়ে
কোরআন খতমে তারাবীহ নামাজের ফজিলত নিয়ে
মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের মহিমায়
যাকাতের শিক্ষায় সম্পদের শুদ্ধি ও পবিত্রতায়
ফিতরায়—-প্রাণের সৎগায় ঈদ আসে।

ঈদের সালাতের জামায়াত শেষে
ঈদগাহ ময়দানে কোলাকুলি করে
ধনী দরিদ্রের বিভেদ ভুলিয়ে,
সম্প্রীতি জাগিয়ে আনন্দ খুশির জোয়ারে
প্রতিটি মুসলমানের ঘরে ঘরে ঈদ আসে।

ছেঁড়া জামা গায়ে গলির মোড়ে
কাঁদে যদি কোন পথশিশু অনাহারে,
সেদিকে দৃষ্টিপাত না করে
তৃপ্তি করে খেয়ে সেমাই, পায়েস, মিষ্টান্ন
নতুন পোষাকে বাতাসে আতরের সুবাস ছড়িয়ে
একাই যদি করি ঈদ আনন্দ
তবে একমাসের সিয়ামে ধৈর্যের কি শিখলাম?
যাকাত ফিতরারই তাৎপর্যই বা কি বুঝলাম?

১৫-৬-২০১৮.

Advertisement
উৎসAleya Armin Alow
পূর্ববর্তী নিবন্ধসায়নবেলা -কবি সুপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধএ কেমন দায় ! -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে