উৎকন্ঠার ভাঁজে -আফিয়া আইশা বিনতু আয়াছ‘এর কবিতা

0
408

উৎকন্ঠার ভাঁজে

আফিয়া আইশা বিনতু আয়াছ

রজনীর মধ্য ভাগে
বসিয়া রহিয়াছি ঘরের এক কোণে,
বন্দিশালার বন্দিত্ব ভেঙ্গে
যাব আজ নতুন কোন এক দেশে।

ঝড়ো হাওয়া বহিছে বাহিরে
তবু মন ছোটে তার পানে,
উতলা এ মনের তোলপাড়ে
দিগ্বিদিক শূন্য লাগে চারিপাশে।

কেন আজ দেখিলাম স্বপনে
তুমি,আমি গোপন কুঠুরিতে,
অপূর্ণ সেই স্বপ্নের কাহিনীতে
আমিও ছিলাম ছোট্ট অভিনয়ে।

Advertisement
উৎসMusharouf Opurbo
পূর্ববর্তী নিবন্ধচাকরি বহালের দাবিতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধমাঝেমাঝে চোখ বন্ধ করেও দেখতে হয় -গোলাম কবির‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে