“উৎপাটন!”–চঞ্চল কুমার ভৌমিকের ছড়া

0
896
চঞ্চল

উৎপাটন!
–চঞ্চল কুমার ভৌমিক

প্লাস পাচ্ছে বেশ হচ্ছে
গর্বে ছেলে ফাটে,
তারচেয়ে বেশী গর্বে ফুলে
তার বাপে পথ হাঁটে।
ছেলে হয়ে যায় বুয়েট ফেরত
অনেক তাহার গিয়ার,
ছেলের মায়ে গপ্প ফুটায়
বিরাট ইঞ্জিনিয়ার।
ইঞ্জিনিয়ার ব্রীজ বানায়
একমাসও না টেকে,
ব্রীজের টাকায় পোলা তখন
রেডিসনে হট কেকে।
আমরা সবাই ছাত্র বানাই
মার্কের দিকে ভালো,
মানুষ তারা হয়না মোটেই
ভেতরে ঘোর কালো।
চেষ্টা করেন দেশের হিতে
এমন ছেলে সৃজন,
থাকবে না আর সোনার দেশে
করাপশনের রিজন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“রাধা সমীপে”- সমরজিৎ সিংহ’র কবিতা
পরবর্তী নিবন্ধ“প্রেমিকা”- অনিন্দিতা সেনের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে