এই শহরের ভিতর – দীপক মান্না এর কবিতা

0
209

এই শহরের ভিতর / দীপক মান্না

এখনও এই শহরের ভিতর কারা যেন কাঁদে প্রতিদিন,
অন্ধকার গলির ভিতর শয়তানের ভেল্কি খেলা দেখায়;
কারা যেন চেটেপুটে খায় চাঁদের শরীর,
কারা আবার বাটি হাতে খোঁজে বাঁচার রসদ।

আউট্রাম ঘাটে বসে চোখ মোছে কিশোরী
হাসপাতালের সিঁড়িতে শুয়ে বৃদ্ধা মা –
ওষুধের বিল দেখে শিখে নেয় জটিল অঙ্ক।
প্রচন্ড গ্রীষ্মের কাছে হেরে গিয়ে –
উপুড় হয়ে পড়ে থাকে অসহায় প্রাণ।

আজও তারার চোখে চোখ রেখে ছাদহীন বিছানায় শুয়ে থাকে মানুষ,
জুতোয় মাথা রেখে স্বপ্ন দেখে জীবনের।
গান্ধীর দু-পা জড়িয়ে আচ্ছন্ন শিশু,
খোঁজে নবজীবনের আস্বাদ।

আজকাল, শাসনের ভিতর প্রায়শই শাসানির শব্দ শুনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমহাকালে রেখাপাত – স্বকৃত নোমান
পরবর্তী নিবন্ধএখন ঘুমোতে যাবার কথা ছিলো না- মোর্শেদ লিখন এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে