পরাজয় -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
290
Shaheena Ronju

পরাজয়

কবি শাহিনা খাতুন

তার নাম অনিরুদ্ধ
পিতা মাতার দেওয়া নাম
আসল নাম মানুষ,
সাধ্যমতো পিতা মাতার দেওয়া সুখ
ভাইবোন স্ত্রী পূত্র কন্যার মমতা আর
স্নেহের অবারিত ঋণ,
এ যেন এক আজন্মকালের সুখ।
কিন্তু পিপাসার্ত অনিরুদ্ধের
আরও সুখ চাই
ঠিক কত সুখ পেলে মন ভরবে
তা মেপে দেখেনি কোনদিন।
তাই সুখের সন্ধানে ঘুরে ফিরে বেড়ায়
নিত্যকার জীবনের দিকে
চেয়ে চেয়ে সে দেখে সুখ আসে সুখ যায়
দুঃখ আসে দুঃখ যায়
জীবন আসে জীবন যায়
মৃত্যু আসে মৃত্যুও চলে যায়
কে আসে? কোত্থেকে আসে? কেন আসে?
এই নিরন্তর প্রশ্ন বুকে পুষে
অনিরুদ্ধ ইতিহাস ভুগোল অর্থনীতি
পৌরনীতি ভাষা আর বিজ্ঞান পড়ে
কোন বই কোন গল্প তার আঁকুতি বুঝতে পারেনা।
কখনও গাছের কাছে, কখনও ধুলোর কাছে,
কখনও পিঁপড়া আরশোলার কাছে প্রশ্ন করে
কিরে ভাই কেন আসো কেন যাও?
নিরুত্তর থাকে সব
নদীর কাছে জানবে ভেবে কাছে যেতেই
নদী আনন্দে আকুল হয়
কিন্তু কিছুই বলেনা সে
মৌন পাহাড়ের কাছে উত্তরের অপেক্ষায় থাকে
কিন্তু কতকাল!
দেহে অনুজীবের আনাগোনা
মনে পরিবার, প্রেম, কাম, খ্যাতি
বিত্ত বৈভবের নিত্ত আসা-যাওয়া
ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখে কানায় কানায়
পূর্ণ অনিরুদ্ধের অতি সাধারণ জীবন।
ধর্মগ্রন্থের দূর্ভেদ্য চলন তাকে শুধু হতাশ করে।
ভাগ্যলিপি দেখা যায়না ধরা যায়না
কিন্তু ভোগ করা যায়।
ভাগ্যের বালিশে মাথা রেখে ঘুমাতে পারেনা সে
এক দুই তিন করে দিন যায়
অসার সংসার যাত্রা জগদ্দল পাথর হয়ে গেছে
অতঃপর একদিন অজানার পথে হাটতে শুরু করে
কোন এক অবারিত নির্জন খোলা প্রান্তরে
দাড়িয়ে চিৎকার করে বলবে ভালবাসি
সে জানে ভালবাসার কাছে সব পরাজিত হয়।

২৭/৭/২০২২

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে সমতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরে ন্যায় বিচারের দাবিতে শিশুসহ ডিসি অফিসে জয়ীতা নারীর অবস্থান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে