এখন ঘুমোতে যাবার কথা ছিলো না- মোর্শেদ লিখন এর কবিতা

0
393
লিখন

এখন ঘুমোতে যাবার কথা ছিলো না- মোর্শেদ লিখন

কত কথাই তো থাকে
আবার অনেক কথা হয়
অনেক কথাই হবে আগামীতে!
অথচ দেখো বেশির ভাগ কথার শেষেই ‘ছিল ‘ শব্দটি যুক্ত হয় কোন এক সময়!

এই যে, এখন আমাদের ঘুমোতে যাবার কথা ছিল
যখন জেগে উঠবার কথা ছিল তখন আর জেগে উঠা হয় না!
আমাদের এক সাথে থাকার কথা ছিল
কথা ছিল না এমন করে একা হবার!
কথা ছিল যে যেখানেই থাকি
সপ্তাহান্তে একবার দেথা হবার
না, দেখা হয় না, এমন কী কথাও না।
ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমোতে গেলাম
অথচ এখন ঘুমোতে যাবার কথা ছিলো না।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএই শহরের ভিতর – দীপক মান্না এর কবিতা
পরবর্তী নিবন্ধবিদ্যাসাগরের জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি – দীপক মিত্র 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে