এখন থেকে ফেসবুকে হোম টাউন হিসেবে Natore সিলেক্ট করা যাচ্ছে

0
801

এখন থেকে ফেসবুকে হোম টাউন হিসেবে Natore সিলেক্ট করা যাচ্ছে

নাটোর কণ্ঠ: ফেইসবুক এ নাটোর জেলাকে হোম টাউন বা কারেন্ট সিটি সেট করার সমস্যাটি সমাধান করা হয়েছে। এখন থেকে “Natore” জেলাকে হোম টাউন বা কারেন্ট সিটি সেভ করা যাচ্ছে, যা পূর্বে “Natore, Sonora, Mexico” হিসেবে পাওয়া যেত। দীর্ঘদিনের এ সমস্যাটি নিয়ে নাটোরের মানুষ বিব্রত বোধ করতেন। নাটোর হোমটাউন হিসেবে সিলেক্ট করতে গেলেই মেক্সিকোর একটি ছোট্ট শহর কে ইনডিকেইট করত। বিষয়টি নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী পলকের দৃষ্টি আকর্ষণ করেন অনেকে। অবশেষে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উদ্যোগ নিয়ে সমস্যাটির সমাধান করলেন।

আজ সকালে সে বিষয়ে প্রতিমন্ত্রী নিজের তার ফেসবুক পেজে লিখলেন-” শুভ সকাল।
ফেইসবুক এ নাটোর জেলাকে হোম টাউন বা কারেন্ট সিটি সেট করার সমস্যাটি সমাধান করা হয়েছে। এখন থেকে “Natore” জেলাকে হোম টাউন বা কারেন্ট সিটি সেভ করা যাচ্ছে, যা পূর্বে “Natore, Sonora, Mexico” হিসেবে পাওয়া যেত। দীর্ঘদিনের এ সমস্যাটি নিয়ে দৃষ্টি আকর্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।”

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের প্রথম আলোর সাংবাদিক এড, মুক্তার হোসেন করোনা আক্রান্ত, দোয়া কামনা
পরবর্তী নিবন্ধসিংড়ায় শোলাকুড়া বাঁধ ভেঙে গেলো, ভাঙ্গনের মুখে শত শত পরিবার, ব্যবস্থা নেওয়ার দাবি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে