এ কেমন দায় ! -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
590
বনশ্রী বড়ুয়া রুমি

এ কেমন দায় !

কবি বনশ্রী বড়ুয়া

জীবনের এ কেমন সাজ!
এ কেমন দায় !
ক্ষুধা তৃষ্ণায় জিভ পুড়ে ছাই
তবু ছিনিয়ে নেয় সুখ মহামারী লুটেরায়।
মৃত্যু নিশ্চিত জেনেও মানুষের নিরলস ছুটে চলা।
ভালোবাসার টানে গৃহে ফিরে যাওয়ার ব্যকুলতা।
আত্মার আত্মীয় কিংবা পরম আত্মীয়কে বুকে জড়িয়ে নিতে
সকল বাধা অতিক্রম করে মানুষ ছুটছে আপন আলয়ে।
উৎসব-আমেজ চোখ রাঙায় মহামারী করোনার ভয়াল থাবাকে।
কে কাকে গ্রাস করবে সে বিষয় নিশ্চিত জেনেও নেই কোন সুরক্ষার চেষ্টা।
পরাজিত বিশ্বের কাছেও যেন আমি তুমি অপরাজেয়।
রাস্তা কিংবা মার্কেটের চিত্র দেখলে মনে হয় এই বুঝি শেষ কেনাকাটা !
কাফনের কাপড় কিনে ফিরে যেতে হবে এখনই !
কাঁচা গোর অপেক্ষায় দাঁড়িয়ে।
শ্মশানের প্রান্তে চন্ডালের হাতে আগুনের খেলা।এসো…
আমি আকাল দুঃস্বপ্নকে বুকে জড়িয়ে নিতে সদা প্রস্তুত!এসো…
যেখানে হেরেছে বিজ্ঞান।ডাক্তারও নুয়ে আছে কবরে।
সেখানে কোন যাদুবিশ্বাসে হন্য হয়ে ঘুরছি উৎসবের রাস্তায় ?
জীবনবোধের এই দৈন্যতা কেন ?
অনিবার্য মৃত্যুকে কেন এত দ্রুত আহবান ?
কেউ মরছে ক্ষুধার জ্বালায়,
কেউ ঝুলছে মারণব্যাধির খেলায়,
কেউবা আবার শপিং নিয়ে ব্যস্ত সারাবেলায়।
কে দিয়েছে তোমাকে আমাকে এই অমরত্বের সার্টিফিকেট ?
কোন অমৃত সুধা পানে-
তুমি আমি বেঁচে যাবো এই দুঃস্বপ্নের রাতে ?
একবার ভাবো যেখানে হার মেনেছে রাষ্ট্র সেখানে তুমি কে ?
ঈশ্বরের কোন চাবি হাতে নিয়ে খেলছো এ খেলা ?
একহাত দুইহাত করে ছড়িয়ে দিচ্ছো মৃত্যুর লেলিহান শিখা।
দাউ দাউ করে পুড়ছে শহর,
পুড়ছে দেশ, পুড়ছে মায়ের আঁচল।
কাঁচা গোরে কে যাবে আগে ?
তুমি না আমি ?
নাকি তুমি আমি বয়ে নিয়ে যাবো
আমাদের প্রিয় সন্তান কিংবা মায়ের লাশ?
ফুরিয়ে যাবে না উৎসব যদি বেঁচে থাকি
তুমি-আমি, আমাদের সন্তান।
থামো!থামাও!বাঁচাও তাদের…

শ্রী..

Advertisement
উৎসবনশ্রী বড়ুয়া রুমি
পূর্ববর্তী নিবন্ধঈদ আসে -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটেরের লালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে