এ মৃত্যু চাইনা
কবি প্রদীপ সরকার
ভাবনা পাল্টে যায় মানুষের
দুই হাজার বিশ সালের সবই পন্ড হয়।
কোভিড-১৯ বাধা হয়ে দাঁড়ায়
অলক্ষ্যে লক্ষ লক্ষ প্রাণ নিঃশব্দে নিঃশেষ
হাহাকার চারিদিকে –
এ কোন শঙ্কা? কোন অশনিসংকেত?
অতলে তলিয়ে যাবে কি সভ্যতা?
না – না- না আমরা এ মৃত্যু চাইনা।
বদলে গেছে মানুষ,
পাল্টে গেছে চরিত্র
এখন শুধুই মৃত্যুভয় সকলের
এই বুঝি শেষ হলো
করোনা যদি কেউ অর্জন করেই নেয়
মরার আগেই তাকে মৃত্যু এনে দেয়।
হে সৃষ্টিকর্তা, মুক্ত কর হে অভিশাপ
এখনই ক্ষমা কর মোদের এ পাপ।
হে মহামানব, বিপত্তারিতে দাওয়াই
সেও কি হতাশা?
আঁধার ঘরের সাপ তাড়াতে
অবরুদ্ধ মানব জাতিকে বাঁচাতে
তবুও আশা ছাড়িনি আমরা
গবেষকদের নিরন্তর সাধনা
আলোর মুখ দেখবেই দেখবে।
প্র. স. ১১০৫২০২০
Advertisement