ওগো ঝাউপাতা – লিপি চৌধুরীর কবিতা

0
257
লিপি এনকে

ওগো ঝাউপাতা – লিপি চৌধুরী

ওগো ঝাউপাতা তুমি তো সেই যে বকুল ঝরার দিনে দ্রাঘিমারেখার মতো গলিপথে সে স্পর্শ রেখে চলে গেছো অভিমানে।স্মৃতিটুকু বুকে জাপটে ধরে আছে গীতবিতান।বন্ধ ঘরে হাওয়া এসে ফিরে যায় মন খেয়ালে ,পাতা উল্টে চোখ মেলেনা।অভিমানের সঙ্গে চোখের জলের মিশ্রণে নদী জন্ম হয়েছিলো।সে নদী সমুদ্র সঙ্গমে হারালো অস্তিত্ব।নদী তো তা চায়নি।বিশ্বাস করো।কিন্তু প্রকৃতির বিধান।আজ ও মেঘ দেখলে নদী ডানা মেলে ।বৃষ্টি ভিজবে ঝাউপতার সঙ্গে।বৃষ্টি ভারে নুয়ে পড়া পাতা টপ টপ করে ঝড়ে পড়বে বুকে।না নদী কোনো যৌণ নির্যাতনের মামলা করবে না।এই স্পর্শে তো বিলিয়ে দেওয়া আছে গো।
সমুদ্রের সঙ্গে মিশে যাওয়া জীবনের দস্তুর।সেখানে হারাতে হয়।আমি হারাতে চাই না।গীতবিতান খুলে ভেসে যেতে চাই পলাশ প্রান্তরে।এসো বুকের ওপর মাথা রাখো।

লিপি চৌধুরী

Advertisement
পূর্ববর্তী নিবন্ধফিরে যাও -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে নেসকোর মিটার রিডারের চাকরি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে