কবি অসিত কর্মকার‘এর একগুচ্ছ কবিতা

0
217
Asit Karmakar

কবি অসিত কর্মকার‘এর একগুচ্ছ কবিতা

বিয়োগব্যথা

সকাল-সাঁঝে কার চরণে কার চরণে নুইয়ে মাথা বোন
কার চরণে চন্দন পুষ্পে করতি রে তুই অর্ঘ্য নিবেদন?
যার কারণে নোয়াতি মাথা
সেই অর্ঘ্যলোভী ঠাকুরই তার
কেড়ে নিলো জীবন!
ওরে আমার ছোট্টো-পুষি বোন,
এই দুঃসময়ে কি বলে আজ সান্ত্বনা দিই
সেই শব্দ খুঁজে পাই না যে এখন!

১৫-০৬-২০২১ ইং

হীনমতি পুরুষ

সব গোরুই কি চতুষ্পদী , দ্বিপদী কি নাই রে ?
ও পাড়ার চিফ হুইপ গৌড় ওরফে গোরু;
পাড়ার কামিনী বৌদির ফাউ ফরমায়েশ খাটে বলে
হীনমতি পুরুষটার মাথার মধ্যে দিনরাত
একটা হাম্বা নড়াচড়া করে বুঝতে পারি
এও বুঝতে পারি যে- ঐ গোরু মস্তিষ্কের
হীনমতি পুরুষটার মাথার ঘিলু চেটে চেটে খাচ্ছে
ও পাড়ার চিফ হুইপ ওরফে গোরু।

১২-০৬-২০১৯ ইং

হে রমণীরা

পশ্চিমবঙ্গ হলে তো উলটো দুই তিন ঘা মেরে দিতো
ক্ষয় হওয়া হাওয়াই চপ্পল অথবা মুড়ো ঝাঁটা দিয়েই।
তোমরা এদেশের গৃহবধূরা স্বামীকে পতিদেবতা মানো
এবং স্বামীর পায়ের নিচে তোমাদের স্বর্গ বলে জানো,
এই কারণে কিছু কিছু ইতর গোছের স্বামী রক্ষা পায়!
হে বাংলাদেশি অবলারা
আর কবে পশ্চিবঙ্গের মতো
কোপনস্বভাবা রমণী হবে?

০৯-০৬-২০২১ ইং

রাহু

কথা তো অনেকই ছিলো বলা হলো কবে
অন্নচিন্তা চমৎকারে সময় চলে গেলো;তুমিও দূরে গেলে
এরপর ভেবেছি অনেকবার ফোনে ফোনে বলি
তখন ফোনটাই চুরি হয়ে গেলো!
কথা তো অনেকই ছিলো
রাহু বিপক্ষে যার তার কী কখনো
সব কথা বলা হয় বলো?

০৪-০৬-২০২১ ইং

ছিদ্র

বিদ্রুপাত্মক উক্তি ক্যানো ছুঁড়ছো বাছাধন
ছিদ্র ছাড়া তোমার আমার সাধ্যি কী বাঁচন?
বাছা মানবাঙ্গে লক্ষছিদ্র জানো গ্রন্থ ঘেঁটে
নইলে উচ্চমানব হবেনাকো রয়েযাবে বেঁটে
ওরে ছিদ্রই যে মানব প্রাণের বাঁচার প্রেরণা
হয়তো অনেক জানো শুধু এটাই জানো না
তাই আর কখনো বিদ্রুপাত্মক উক্তি ছুঁড়না…

৩০-০৫-২০২১ ইং

ভাগ্যিস

ভাগ্যিস অঞ্জনের মতো চোখা সুন্দরী হয়নি
সত্যি সত্যিই যদি হোতো,তাহলে ওরা ট্রাক্টরের পরিবর্তে
তিন ঠ্যাং দিয়ে কংক্রিটেই চাষাবাদ করে দিতো
ভাগ্যটা ভালো বলেই হয়তো,
আরেকটা গাধা বাদে;হাতির পাঁচ-পা দেখা ওরা কেউ-ই
অঞ্জনের মতো চোখা-সুন্দরী হয়নি!

২৯-০৫-২০২১ ইং

হে পার্থসারথি

গণ্ডাধিক শিশ্নভোগী ভঙ্গাকুর-ই যখন সতীর-তকমায়
শাস্ত্রে রাজত্ব করে তখন হে পঞ্চপাণ্ডব তোমাদের নয়
পার্থসারথিকে শুধাই, ধরায় ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে
কিছু সুন্দরীকে অপ্সরা তকমায় অধর্ম করলে কেন?

২৭-০৫-২০২১ ইং

তুমি

এই যে তুমি বেডরুমে ঢুকে;
তুমি তুমি করে মাথা খাও দিনরাত,
আমি কি তোমার কিচেনে ঢুকে স্লিম চিকেন লেগটা
আর কশানো চিকেন চেস্ট চিবোতে চেয়েছি
একবারও কি চেয়েছি বলো ?
অথচ
আমার-ই মুণ্ডুটা চিবোতে চিবোতে
ধুনচির ছোবা করে দিলে তুমি !

২৩-০৫-২০১৯ ইং

Advertisement
উৎসAsit Karmakar
পূর্ববর্তী নিবন্ধদ্বৈত সত্তা -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা
পরবর্তী নিবন্ধধর্ম -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে