কবি কামাল খাঁ’র ছড়া পৃথিবী আজ ক্ষেপেছে ভাই

0
286

পৃথিবী আজ ক্ষেপেছে ভাই

কামাল খাঁ

ইচ্ছা মতো ডাল কাটছো
ভালো জমি খাল কাটছো
নদীর জলে বাঁধ দিচ্ছো
পাহাড় বনে হাত দিচ্ছো
একটি বারও জানতে চাও নি এই পৃথিবী কার?

পৃথিবীটার পিষ্ঠে চড়ে
গর্ত খুঁড়ে দালান গড়ে
বিমান বানাও কামান বানাও
নানান প্রকার অস্র শাণাও
দম্ভ করার কে দিয়েছে তোমায় অধিকার?

খাচ্ছো পাতে করছো ফুটো
পৃথিবী কি গড়ছো দু’টো?
একটা গেলে অন্যটাতে
চলে যাবে পালিয়ে তাতে?
তোমার হাতেই মানব তোমার মরার হাতিয়ার!

আনাচারের মানব জাতি
পিঠে যেন টানছে হাতি
সহ্য যখন সীমার বাইরে
পৃথিবী আজ পাগলা ভাই রে!
মানব-রূপী দানব জাতি ফেলবে ছুঁড়ে তার!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়া বিলদহর হাটে নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই
পরবর্তী নিবন্ধনাটোরে নিত্য পন্যের মূল্য নিয়ন্ত্রনে বাজারে জেলা প্রশাসক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে