কবি শাহিনা খাতুন‘এর একগুচ্ছ কবিতা

0
240
Shaheena Ronju

সাদা গোলাপ

কবি শাহিনা খাতুন

যে বিন্দু সাগরে মিলবে বলে
ঝড়ের অপেক্ষায় থাকে
সে কারো অবজ্ঞার পরোয়া করেনা
যে ফকির সবখানে সুর খুঁজে পায়
আর্তনাদের অপেক্ষায় থাকে
আবার নদীর কলতানের অপেক্ষা করে
সে কারো বিরহে বিরোধিতা করেনা।
ঐ পাহাড়ের চূড়ায় দেখ ঘর বেঁধেছি
সেখানে সাদা রঙের গোলাপ ফুটেছে।

তোমার আভাসে

কবি শাহিনা খাতুন

যাত্রা বিরতিতে এখানে এসে পড়েছি
এখন আর স্টেশনটা খুঁজে পাচ্ছিনা
ভুল পথে হাটতে হাটতে কতদিন চলে গেছে
সেকথা ভাবতেই চমকে উঠি।
কোনো এক ঘোর সন্ধ্যায় তুমি আসবে ঠিক
তোমার অপেক্ষায় উদগ্রীব হয়ে আছি
একটা মুকুল বিছানো পথ বেয়ে তুমি আসবে
কোনো এক পূর্ণিমা রাতে।
কনকময় এক অদ্ভুত রাত শুধু তুমি আর আমি
যে দুঃখের পাহাড় বেয়ে উঠে এসেছি বহুদিন ধরে
তোমার আভাসে পাহাড় ছাই হয়ে যাবে
চাঁদের আলোয় ভেসে ভেসে চলে যাবো আমি তোমার দেশে।

ভালবাসা

কবি শাহিনা খাতুন

যে, বুকের গভীরে লুকিয়ে থাকে
তাকে চিৎকার করে ডাকার দরকার নেই
তাকে নীরবে বলো ভালবাসি
সেও প্রত্যুত্তরে ভালবাসার কথা বলে।
আমার কান এত তীক্ষ্ণ নয় যে তা শুনতে পায়
আমার চোখের আলো এত বেশি নয়
যে তা দেখতে পায়।

ছোট ছোট দুঃখ

কবি শাহিনা খাতুন

ছোট ছোট দুঃখ তোমায়
আরও অন্তর্মুখী করে রাখে
তাই দুঃখগুলোকে গালি দিওনা
দুঃখগুলোকে বাতাসে উড়িয়ে দাও
সহযাত্রী অফিসের ফাইল কলম টেবিল
তোমায় নিরন্তর ব্যস্ত রাখে
তোমার তোমাকে দেখা বাকী রয়ে যায়।
প্রতিদিন বকুলের গাছের তলায় আবছা আলোয়
যে ফুল খুঁজি তোমায় দেবো বলে
সে শুধু ফুল নয় প্রিয়
সে আমার ভালবাসা।
যে গভীর আনন্দ নিয়ে তুমি আছ শ্যাম
আমি তা ছুঁতে পারিনা
তাই রাধা হতে পারিনি প্রিয়।
প্রতিদিন কিছু বেচাকেনা করি
লাউ মাছ ধনেপাতা আরও কতকিছু
এসব প্রাত্যহিক তুচ্ছ কথা কাল কেড়ে নেয়।
আবারও স্বপ্ন বুনি মনে মনে
একদিন দেখে নিয়ো
একদিন ঠিক দেখা হবে
প্রেমাঞ্জলীর সবটুকু নিয়ে
সম্মুখে দাড়াবো তোমার
সেদিন তোমার বাহুদুটি বাড়িয়ে দিও প্রিয়
আমি সেই অবোধ প্রেমিক
যে আবছা আলোয় শুধু ফুল খুঁজে যায়।

০১/১০/২০২০

কথা বলে

কবি শাহিনা খাতুন

গাছের পাতারাও কথা বলে
কখনও ফিসফিসিয়ে
কখনওবা চিৎকার করে।
পোকারাও কথা বলছে
আনন্দ বিষাদ তাদেরও আছে
পাখিরাও কিছু বলছিল
প্রেম বিরহ তাদেরও আছে।
বুঝতে হলে নীরব হতে হবে
ভরা বাজারে নয়
একটু নীরবতা চাই
কত যে কাব্য আছে সবখানে
কত যে সুর আছে পথে প্রান্তরে
সে সবের মাঝে আছে অমূল্য রতন।
আহারে সময়
বয়ে যায় অবহেলায়
হাতের কাছে ভালবাসার আস্বাদন
বাকী রয়ে যাবে।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধপানি প্রবাহ বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী পলকের
পরবর্তী নিবন্ধলালপুরে শিক্ষকদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে