করোনা টিকা নিতে নাটোরে উপচে পড়া ভিড়, বুথ সংকটে ভোগান্তি

0
228

টিকা প্রয়োগের তৃতীয় দিনের নাটোর সদর হাসপাতালে পুরুষ বুথে উপচেড়া পড়া ভীড়: বুথ সংকটে ভোগান্তি

স্টাফ রিপোর্টার নাটোর: গত দু’দিনের তুলনায় নাটোরে বেড়েছে কোভিড-১৯ এর টিকা গ্রহনের প্রবনতা। টিকা প্রয়োগের তৃতীয় দিনের নাটোর সদর হাসপাতালে পুরুষ বুথে উপচেড়া পড়া ভীড় দেখা যাচ্ছে। সকাল থেকেই কোভিড-১৯ এর টিকা গ্রহনের জন্য সদর হাসপাতালে আসেন বয়স্কদের পাশাপাশি আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। কিন্তু একটি মাত্র বুথে পুরুষদের টিকা প্রয়োগ করার কারনে তীব্র ভিড়ের সৃষ্টি হয়। এসময় বয়স্কদের ভোগান্তিতে পড়তে দেখা যায়। গত দু দিন নাটোর সদর হাসপাতালে চারটি বুথ প্রস্তুত রাখা হলেও মাত্র দুটি বুথে টিকা প্রয়োগ করে আসছিল কর্তৃপক্ষ। যার কারনে হঠাৎ করে চাপ পড়ার কারনে টিকা প্রয়োগে হিমশিম খেতে হচ্ছে নার্সদের। তবে আগামীকাল থেকে বুথ সংখ্যা বাড়ানোর কথা জানান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুনঞ্জুর রহমান।

এদিকে, নাটোর সদর হাসপাতালে টিকা প্রয়োগ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এসময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি যারা সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করতে সমস্যা হচ্ছে, তাদেরকে এনআইডি কার্ড দিয়ে টিকা প্রয়োগের জন্যও বলেন তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, রাশিয়ান নাগরিক আহত
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় ৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে জামাত আলীকে গণধোলাই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে