কষ্টকে বলি -কবি ইসাহাক আলী‘এর কবিতা

0
182
Esahaque Ali

কষ্টকে বলি

কবি ইসাহাক আলী

কষ্ট, আমার আজন্মের সারথী
তাকে নিয়েই চলা আমার নিরন্তর,
সেই রোদেলা সোনালী সূর্যের আবাহনে
সোনার চামুচ মুখে নিয়ে সবার
চোখের আনন্দাশ্রুর ছদ্বাবরণে
সেদিনও হয়তো পৃথিবীর আলো দেখেছিলাম
কষ্টের দহন নিয়ে।
এরপর কতগুলো বসন্তপার করেছি,
করছি ভালোর বহি:প্রকাশ মন্দের ছন্দ লুকিয়ে।
পৃথিবীর সোনালী আলো রক্তিম স্বপ্ন নিয়ে
কতদিন আমি আন্দোলিত হয়েছি,
কষ্টের জঞ্জাল জলাঞ্জলি দিতে
কত প্রয়াসই না করেছি জ্ঞানে ধ্যানে।
সামাজিকতা সৌন্দর্যের পূজা করে পার করেছি
অনবদ্য জীবনের প্রাত ভোর।
স্বপ্নের সোনালী সকাল হতে না হতেই
দুপুরের দগ্ধিত দহন তাকে করেছে ছারখার
সুখের সন্ধান আসতে না আসতেই
কষ্টের দহনে পুড়ে অহর্নিশি
আমার ভবিষ্যৎ যেন হচ্ছে খাঁটি পূত পবিত্র।
তাইতো জীবনের দোলাচলে
কষ্টই আমার কঠিন সত্য ও নিশ্চিত মঞ্জিল।
তাই, আমি সুখকে বিবাগী করে
কষ্টের মঞ্জিলেই উড়াতে চাই
বিজয় কেতন।
তাই কষ্টকে কত করে বলি
আমার সহযাত্রী তুমি, আমাকে একা রেখোনা
তোমার বিচ্ছেদ বেদনায় সুখের শুকতারারা
রাত জাগা নিশাচর করলেও
স্নিগ্ধ ভোর দেয় না কখনো।

Advertisement
উৎসEsahaque Ali
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছে ধাক্কা : নিহত ১ আহত ২ জন
পরবর্তী নিবন্ধভুলে গেছি -কবি গোলাম কবির‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে