কাটে না আঁধার (গীতি কাব্য)- শ্যামল বৈদ্য

0
614
Shamol

কাটে না আঁধার (গীতি কাব্য)
ডাঃ শ্যামল বৈদ্য
১৩/৫/২০২০

তার কী ছিলো সেই গুণ ?
মন জ্বালায় যে দ্বিগুণ!
দিবস রজনী তার স্মৃতিগুলি
মনে পড়ে বারবার,
বেদনা আপার।
ও যে কাটে না আঁধার,হায় রে..

প্রভাতে সাঁঝের তারা,
কেঁদে কেঁদে দিশাহারা।
রাতের আঁধারে স্বপন বুনে সে
হয়েছে পাগলপারা
কোন ভীনদেশী ওই তারা? হায়রে..

ও যে মাধবীলতায় কনকচাঁপায়
কানে কানে বলে কথা,
নীরব বিরহ গাঁথা।
দূর নীলিমায় পথ ভুলে যায়
সুদূর নিহারিকা,
সে ও নীরবে সইছে ব্যথা? হায়রে..

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ডিআইজি নাফিউলের পক্ষে ঈদ উপহার দিলেন ছাত্রনেতা রেন্টু
পরবর্তী নিবন্ধসিংড়ায় ধর্ষণ চেষ্টার শাস্তি জুতাপেটা সংবাদ প্রকাশের পর মিমাংসাকারী ইউপি সদস্য আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে