কামনা -কবি রুনা রহমান‘এর কবিতা

0
170
Runa Rahman

কামনা

কবি রুনা রহমান

একটা কিছু দাও প্রভু
আমি চলে যাই !
আমার শিথানে যে পড়ে আছে এক অনন্ত কঙ্কণ !
প্রভু তুমি তো জানো আমি চিরকাল কাঙাল
ভালোবাসা ধরে রাখা সে কি আমার একার দায় নয় ?
প্রভু থমকে দাও এই পৃথিবীর সমস্ত গতি আমার ভালোবাসার কাছে ,
আমায় অভয় দাও সকল মূর্ছনায় ,
আমি ও বাজাতে পারি দোতারা
জন্ম দিতে পারি সন্নাস অথবা মসনদী ফুলের সুবাস !
তবুও ফিরিয়ে দিও না আমায় প্রভু ।
খুব কি বেশী চেয়েছি প্রভু ?
হলুদ বর্ণে একফোঁটা শিশির ,
বুকের গহ্বর থেকে ঠেলে ওঠা দীর্ঘশ্বাসে একটু নীলের প্রলেপ !
খুব বেশী আবদার করিনি এই ব্রক্ষ্মে ,
এক আয়তক্ষেত্রে গা ঘেঁষে অলৌকিক অনুভূতি
মন্থর হেঁটে যাওয়া শ্রাবণের ধ্বনিতে ডুবে যাওয়া নিঃসঙ্গ লতার শরীর
আর এক কাজল লজ্জা…
সেদিনের পর প্রভুর সিংহদরজায় ধান দূর্বার প্রহরা বসেছে ।

25.09.21

Advertisement
উৎসRuna Rahman
পূর্ববর্তী নিবন্ধঅমরাবতী গ্রামের কথা বলবো অন্যদিন : কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবিরহের মাস -কবি শাহারা খান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে