কেউ ভালো নেই -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা

0
199
Mahfuza Polok

কেউ ভালো নেই

কবি মাহফুজা আরা পলক

আবারও একটা নিয়মতান্ত্রিক ভোর এলো,
দীর্ঘ নির্ঘুম রাত চোখে গাঢ় সাক্ষ্য রেখে
বলে যায় – আমি ভালো নেই।
বৈশাখের প্রস্তুতিমূলক অনাহুত হাওয়ার সাথে
ছিটে বৃষ্টি খুব কষ্টে তেষ্টায় কাতর মৃত্তিকাকে
যৎসামান্য সিক্ততা দিয়ে বলে যায়- সে ভালো নেই,
আমাদের ধুলোমাটি শহর চাপা আর্তনাদের সুরে
হাহাকারের প্রতিধ্বনি তুলে বলে ওঠে –
এ হৃদয়হীন শহর মিছে মায়ার শহর,
চতুরতার বিভৎস রূপ দেখে হৃদয়ভেদী চিৎকারে
জনতার হাট ভেঙে আলোড়িত শব্দগুচ্ছ জানায়
এ ঘিঞ্জি শহরে স্বার্থপরতার কষাঘাতে কেউ ভালো নেই।
সংঘের সাধু নিমগ্ন ধ্যানে, পুঁথির পাতা মরে মাথা খুটে
আদর্শের দেহ চিরে লোভাতুর চোখে রত্ন লাভের আশে
বিবেকের মাথা কেটে নির্লজ্জ কোঁচরে পুঁজির পাহাড় গড়ে,
ইবলিশের ধূর্ততায়- কার শ্রম ঘামের নির্জাস জমে কার ঘরে!
অযোগ্যের করায়ত্তে সুশীল সমাজ গেছে নির্বাসনে,
বিবেকের আঙিনা কালবৈশাখী ঝড়ে জবরদস্তি তান্ডবে
দুমড়ে মুচড়ে একাকার করে বলে যায় সুখী সুখী ভাব করা
এ জনপদের বিরুদ্ধাচারণে কেউ ভালো থাকে না,
অতএব কেউ ভালো নেই।

১২.০৪.২৯২২ মঙ্গলবার

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহক : সেহেরি-ইফতারি-তারাবির সময়ও লোডশেডিং
পরবর্তী নিবন্ধদুধের কন্টেইনারে ফেন্সিডিলসহ যুবক আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে