“কোন পাড়ে তুমি”- বারুনি বিশ্বাসের কবিতা

0
505
বারুনি

কোন পাড়ে তুমি
–বারুনি বিশ্বাস

কোথায়, কোন পাড়ে তুমি
কাশবন পেরিয়ে শূণ্য বালুচরে ঠেকে মাথা
আমি কী ঘুমিয়ে পড়েছি !
স্বপ্ন দেখছি কেন , জয়িতা ?

সাঁকো বিহীন নদীর ওই পাড়ে তুমি
খোলা হাওয়ায় উড়ছে তোমার বুকের আঁচল কপালের মিহিন চুল
আর আমার বোবা কান্নায় ভেসে যাচ্ছে নদীপাড় ।
সাঁতার শিখিনি —— প্রাণপণ তোমাকে ডাকছি
আমার চারিদিক ঘিরে এতো নৈঃশব্দ এতো শীতল হাওয়া……..
আমার কান্নার উৎস মুখ আজ অবরুদ্ধ
আমার কান্নার কারুকাজ সমাহিত উসর বালুচরে ।

মধ্য দুপুর মুহূর্তেই সন্ধ্যার অন্ধকারে নিমজ্জিত হল
প্রদীপটা জ্বালাবে , জয়িতা ?
আমার চতুর্দিক মাংসল অন্ধকার গহ্বরে
একটু একটু করে ডুবছে —– সাঁতার শিখিনি
তদুপরি কিছুটা দিকভ্রান্ত
তুমি কি পাশে নেই ?
কোন পাড়ে তুমি……….
জয়িতা, অন্ধকার ঘেটে ঘেটে
খুঁজছি পথ, পথের পাশে তোমার নিমগ্ন ছায়া ।
অমল ইশারায় একবার ডাক দাও
টেনে লও স্নেহের আঁচল তলে ।

জয়িতা , তুমিও কি আমার মতো হারালে পথ এই বাঁকের মুখে ?
তুমিও কি ছিলে মধ্য দুপুরের শেষ যাত্রী ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“অনাহুত আর্তনাত” — সুমন দত্ত’র কবিতা
পরবর্তী নিবন্ধসৌমিক ডি.মজুমদারের কয়েকটি কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে