ক্ষয়িষ্ণু ক্ষণ -সাফিয়া খন্দকার রেখা‘এর কবিতা

0
174
Safia Khandoker Rekha

ক্ষয়িষ্ণু ক্ষণ

সাফিয়া খন্দকার রেখা

হারিয়ে যাওয়া মানুষের নাম
কোথায় লেখা থাকে !
বুকে ! না সে ধারণ ক্ষমতা নেই হৃদয়ের।
হয়তো আকাশ কিংবা শিশিরের শরীরে
অথবা সেই পাথরের দেয়ালে
যা আমরা ডিঙানো শিখিনি আজও।
তবুও একটি ক্ষয়িষ্ণু ক্ষণ
একান্ত এক পাখির নাম লিখেছিলো
নিঃশর্তে নিঃশব্দে জানালায় দাঁড়িয়ে।
অতঃপর সেই নাকফুলটি এখনো
দোকানের কাঁচের নীচে সাজানো
যা ছিলো পাখিটির ঠোঁটে কোন একদিন।

Advertisement
উৎসSafia Khandoker Rekha
পূর্ববর্তী নিবন্ধকবি কাজী জুবেরী মোস্তাক‘এর ছ‘টি কবিতা
পরবর্তী নিবন্ধবেঁচে থাকার আনন্দ -কোহিনুর আকতার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে