গুরুদাসপুরে আপত্তিকর অবস্থায় কৃষকলীগ নেতা আটক, অত:পর বিয়ে

0
512

গুরুদাসপুর,নাটোর কন্ঠ:
নাটোরের গুরুদাসপুরে গভীর রাতে আপত্তিকর অবস্থায় এক নারীর বাড়িতে জনতার হাতে ধরা পরে পিটুনি খেয়েছে বিয়াঘাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আলম হোসেন(মেকার)। পরে সেই রাতেই স্থানীয় এলাকাবাসী মিলে তাদের ক্বাজী অফিসে গিয়ে বিয়ে পড়িয়ে দেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার গীভর রাতে বিয়াঘাট এলাকার সুজার মোড় নামক স্থানে।

আপত্তিকর অবস্থায় আটক হওয়া আলমকে ধরতে গেলে স্থানীয় এক ছাত্রলীগ কর্মীকে কামড় দিয়ে গুরুত্বর আহত করে। এসময় প্রায় হাজারো লোকের সমাগম হয় ঘটনাস্থলে।

আহত ছাত্রলীগ কর্মী নয়ন জানান, দীর্ঘদিন যাবৎ একই এলাকার ওই মেয়ের সাথে তিনি দৈহিক সম্পর্ক করে আসছিলো। মেয়েটি অসহায় হওয়ায় তার সুযোগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ব্যবহার করছিলো। তাই সাধারণ জনতা মিলে তাদের দুজনকে রাতেই বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। বিয়ের কাবিননাম হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

কৃষকলীগ নেতা আলম মেকার মুঠোফনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এ সংক্রান্ত বিষয়ে তার কোন মন্তব্য নেই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআমার জানতে খুব সাধ জাগে -কবি গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় টিউবওয়েল মিস্ত্রীর মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে