গুরুদাসপুরে ব্যতিক্রমী সেপাক টাকরো খেলার শুভ উদ্বোধন

0
202

গুরুদাসপুরে ব্যতিক্রমী সেপাক টাকরো খেলার শুভ উদ্বোধন

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.
জাতীয় পতাকা উত্তোলন,বেলুন উড়ানো ও বণাঢ্য ডিসপ্লে এর মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয়বারের মত দুইদিন ব্যাপি নতুন ব্যতিক্রমী ধরনের সেপাক টাকরো খেলার শুভ উদ্বোধন হয়েছে। আজ সকালে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন.নাটোর জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসন উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাকরো সুপার সিরিজের শুভ উদ্বোধন করেন প্রধান স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস ও সম্মানিত অতিথিবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে নাটোর জেলা প্রশাসক মো.শাহরিয়াজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস। এছাড়াও বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম,সিরাজগঞ্জ ৩ আসনের সাংসদ আব্দুল আজিজ,বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সভাপতি মো.রাজীব উদ্দীন আহমেদ চপল ও সহসভাপতি মন্ত্রি পরিষদের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মো.সাইদুর রহমান বক্তব্য রাখেন। এসময় নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা.উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,নির্বাহী অফিসার মো.তমাল হোসেন, সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো.ফারুক ঢালীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাটোর জেলা দলসহ বাংলাদেশের আরও নয় জেলা দলের অংশগ্রহণ অনুষ্ঠিতব্য সেপাক টাকরো খেলার সেমি ফাইনাল ও ফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ী দলকে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ান কাপ তুলে দেওয়া হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রজেক্ট-১৬ এর উন্নয়ন সভা
পরবর্তী নিবন্ধনাটোরে পুকুর খনন কারীদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান হলেও, বন্ধ হচ্ছে না পুকুর খনন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে