ঘুঘুরাও মল পরে -কবি বনশ্রী বড়ুয়া রুমি‘এর কবিতা

0
111
Bonosri Borua

ঘুঘুরাও মল পরে

বনশ্রী বড়ুয়া রুমি

মেঘের পালকে উড়ে কুয়াশা কাতর চোখ
পিচুটি মুছে ওরা নামে জলে-
জলাভূমির গভীরে শান বাঁধা ঘাট
গেরস্থালী নোনতা সুখে- না বলা গীত।

চিতল হরিণ ও করাল রোদ্দুরের গোপন সমীকরণ
পাশা খেলে ফিরে যায় যৌবন
কী আশ্চর্য! ভাঙা কাঁচে লেগে থাকে স্বপ্ন
মায়াবী পদ্ম ভাসে অদূরে।

পাংশুটে নিরবতার গা ছুঁয়ে
ফোটে রক্তজবা
লাল উত্তাপ নিতে চেয়ে-
পাশাপাশি শুয়ে থাকে দুটি মাটির শরীর।

ওরা জানে ভাতঘুমে স্বপ্ন আসে না
মাংসে থাকে না প্রেম,
তথাপি মেঘ ও জলের ঘরে বসত গড়ে
একটা নীলচে গল্প।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে যা বললেন রাসিক মেয়র লিটন
পরবর্তী নিবন্ধপদ্মায় বালু উত্তোলন : লাখ টাকা জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে