ঘোর -কবি গোলাম কবির‘এর কবিতা

0
191
Golam Kabir

ঘোর

কবি গোলাম কবির

তোমার কাছে যাবার আগে
কতো কিছু ঠিক করে রাখি,
এটা বলবো, সেটা বলবো কিংবা
ধরো, তুমি সামনে না থাকলে
আমার কেমন লাগে, এইসব।
কাছে আসলেই সবকিছুই বেমালুম ভুলে যাই,
কিচ্ছু আর মনে থাকে না তখন,
কোনো অভিযোগ কিংবা অনুযোগ
কিছুই যেনো থাকে না আমার।
তখন শুধু বিমুগ্ধ বিষ্ময়ে
তোমাকেই দেখতে থাকি,
দিনরাত্রি, আলোঅাঁধার,
শীত কিংবা গরম
কোনো অনুভূতিই
কাজ করে না তখন আমার।
চলে আসলেই আবার
সব মনে পড়তে থাকে,
কতো কি বলতে চেয়েছিলাম,
হয়নি বলা আমার !

ideal3 copy

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅদ্ভুত নিরবতা ! -কবি নাজনীন নাহার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধঅজ্ঞাত ব্যক্তির ট্রেনের ধাক্কায় মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে