চিনিকলের লোকসানের জন্য দায়ী দূর্নীতিবাজ কর্মকর্তারা- অভিযোগ নাটোরের আখচাষীদের

0
595
নাটোর কন্ঠ:
“সারা বাংলার আখচাষী এক হও, লড়াই কর” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে আখচাষী ও শ্রমিক কর্মচারীদের বকেয়া, আখ মাড়াই, আখের ন্যায্য মূল্য ও মিল বি-রাষ্টীয় করণ বন্ধ সহ ৬ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের সামনে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী  সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় আব্দুস সামাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক সুকুমার সরকার, সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান, মতিউর রহমান, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, আখচাষী নেতা আব্দুল করিম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বেসরকারি প্রতিষ্ঠান গুলো এই চিনিকলের থেকে কম চিনি রিকভারি দিয়ে যদি লাভ হয় তবে এই চিনিকলের লোকসান কেন হয়! এর জন্য দায়ী দূর্নীতিবাজ কর্মকর্তারা, চিনিকলের লোকসানের দায়ভার আখচাষিদের না৷ তাই অবিলম্বে আখচাষিদের  ও শ্রমিক কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধ সহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানান।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধলুকোচুরি – বারুনি বিশ্বাস এর কবিতা
পরবর্তী নিবন্ধপাওনা টাকার দাবিতে নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলে চাষীদের  মানব বন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে