জন্মদিনের মোমবাতি – ওয়াহিদ জালালের কবিতা

0
464
বঙ্গবন্ধু
জন্মদিনের মোমবাতি || ওয়াহিদ জালাল

পরিবহনে চড়ে নয়,
মানুষের ভিতর থেকেই মানুষকে চলে আসতে হয়,
পাখিরাও জেনে গেছে সেইসব কথা,
ঘরের ভিতর চিরকাল ঘর কাঁদতে থাকে,
তুমিহীন বাংলাদেশ যেমন আজো কাঁদে,
কাঁদে নদী-সাগর-স্বপ্ন আমাদের স্বাধীনতায়।
তুমিহীন জোছনা বাসনায় লুকিয়ে থাকে,
আশার চর ডুবায় বিষাদের লোনা জলে।

নীরব রাতের জোছনাকে মুক্ত বাতাস আঙুল
দিয়ে নাড়ায়, আমি তাকিয়ে দেখি,
পতপত করে আকাশে উড়া স্বাধীন পতাকার
নিচে মাটির শরীর ভিজছে রক্তের কান্নায়,
কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরে, হঠাৎ চেয়ে দেখি,
থেতলে যাওয়া মানুষের শরীর ঢাকে লাল সবুজ পতাকায়,
আজও অসংখ্য বিষাদের চিৎকারকে পাহারা দেয়
তোমার সেই বজ্রকণ্ঠ, এখনো শিশুহারা মাকে
পিতা-মাতাহারা সন্তানকে সান্তনা দেয়
কবিতার মতো মধুর তোমার মমতার বিশাল কণ্ঠস্বর।

পিতা,আজ তোমার জন্মদিন,
তুমি শোনো,
যে বেঈমান বুলেট ছুড়ে ছিলো তোমার পাহাড়ের
মতো বুকে,সেই বুলেটের খোলসটি আত্মবেদনায় আজও কাঁদে,
তার কান্নার মাতম আজ তোমার জন্মদিনের উৎসবে
চিৎকার করে বলছে,
তোমার জন্ম আছে পিতা, মৃত্যু নেই,
তাইতো অন্ধকারের মজ্জায় জ্বলছে তোমার
জন্মদিনের মোমবাতি।


১৭.০৩.২০২০
রেইনহিল,ইংল্যান্ড

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“একজন অমর রাষ্ট্রনায়ক” -কবি শিরিন আফরোজ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধপিতা তুমি আসবে বলে- ভাস্কর বাগচী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে