” জীবন “- বরুন নাথের কবিতা

0
552
Barun-nath

” জীবন “- বরুন নাখ

এখানে এখন গভীর রাত
হয়তো সন্ধ্যা শহরে
চায়ের আড্ডা হ্যায় হেলো সোডাওয়াটারে !
এখানে এখন গভীর রাত
সন্ধ্যা এখন শহরে ।
এখানে এখন গভীর রাত
সুরকরে নামতা পড়ে
ঝিঁঝিঁপোকা বন্য পশু জানাঅজানা সুরে ।
বারান্দায় ঝুলানো কেরোসিন বাতি
নরম আলোয় ভিজে আছে উঠান
কাছারি বাড়ির বকুল তলা কুয়ো পার
আজো দেখি সেই অশরীরী মেয়ে
সাদা কাপড়ে ঢাকা মুখ
ইচ্ছে হলো কথা বলি তার সাথে
রোজ দেখি যারে
আধো খাওয়া রেখে ছোটে যাই
ধরবো অশরীরীরে।
গুনু সিং দারোয়ান ডেকে কয়
যাবেন না হুজুর, চলে গেছে সে ।
জানা হলো কুন্তা তার নাম
থাকে জঙ্গলের একধারে
রোজ আসে রাতে
এঁটো কাঁটা নিতে ফেলেরাখা পাতে ।
জীবনের ঝুঁকি নিয়ে অন্ধকারে
ক্রোশ ক্রোশ দূর হতে জঙ্গলে ।
চুপ হয়ে যাই , চোখে নামে জল
একমুঠো এঁটো ভাত এত দাম তার
ওদের মুখে হাসি ফোটে ।
এখানে এখনো গভীর রাত
সন্ধ্যা এখন শহরে ।
….( বন)

[ ‘ আরণ্যক ‘ উপন্যাসের এর একটা ছোট্ট ছবির ( জীবন্তিকার ) অবলম্বনে লিখা ।]

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুর-বাগাতিপাড়াবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এমপি বকুলের
পরবর্তী নিবন্ধমমতার আলো – স্বপন চক্রবর্ত্তী  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে