প্রগাঢ় প্রেম নেমে আসুক -কবি গোলাম কবির‘এর কবিতা

0
306
Golam Kabir

প্রগাঢ় প্রেম নেমে আসুক

কবি গোলাম কবির

প্রগাঢ় প্রেম নেমে আসুক
বানভাসি নদীর জলের মতো,
তীব্র স্রোতে ভেসে যাক যতো
অপ্রেমের কষ্টরা এবং
গৃহত্যাগী বাউলের মতো
একতারা হাতে নিয়ে উদাম জ্যোৎস্নায়
বেরিয়ে পড়া সদ্যই যুবক হওয়া
কোনো পুরুষের চোখে ফুটে ওঠা
অসীম প্রেমের তৃষ্ণা নিয়ে
বিষ্ময়ের ঘোর লেগে থাকা হৃদয়ে
ঘুমে ঢুলুঢুলু চোখে সে বলে উঠুক –
‘ভালবাসি,ভালবাসি এবং ভালবাসি
পৃথিবীর প্রথম থেকে শেষ দ্যাখা
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত!’

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ফ্রি চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধলালপুরে গোসাইজীর আশ্রমে ২দিন ব্যাপি৩২৫তম নবান্ন উৎসব

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে