“ঠিকই হারিয়ে যাবো” কবি মৌ সাহা‘এর কবিতা

0
997
www.natorekantho.com

“ঠিকই হারিয়ে যাবো”

কবি মৌ সাহা

এক তপ্ত দুপুরে, পাহাড়কে শুধালাম,
তুমি কি আমার বন্ধু হবে?
আমাকে সুউচ্চ চূড়ার শেষপ্রান্তে নিয়ে যাবে?
সূর্যের উত্তাপ সহেছ কতদিন,
আমার অশ্রুফোঁটায় মুছে দেব তোমার ক্লান্তি।
নদীর স্বচ্ছ জলে ভেসে আসা নীলপদ্ম,
তুমি কি আমার সঙ্গে যাবে?
কালির আঁচড়ে তোমায় স্বযত্নে রেখে দেবো
ডায়েরির প্রতিটি পাতার ভাজে।
ও বাতাস তোমার কেন এতো দীর্ঘশ্বাস?
অভিমানী কুণ্ডলীর কে খবর রাখে বলো?
শান্ত হও ধীরে বও।
পর্বতসম দুঃখ নিয়ে উত্তাল বিপাশা।
বয়ে যায় আপন গতিতে।
ঘনঘটা শ্রাবণ আসে প্রকৃতির নিয়মেই,
অশ্রুকণা আর বৃষ্টির ফোঁটা একাকার হয়ে যায়।
সূর্যডোবা ফাগুনের পড়ন্ত বিকেলে,
গুমড়ে কেঁদে মরে শুকনো ঝরা পাতা।
বলে যায় আমায় আস্তাকুঁড়ে দিওনা তোমরা,
একদিন আমারই আগমনে প্রকৃতি বর্ণীল হয়েছে।
ধূলোমাখা পথধরে অচেনা পথিক হেঁটে যায়,
উড়েযায় ধূসর বালুকণা।
অমূলক ভাবনারা মিছে কেঁদে মরে।
স্বপ্নগুলো যদি ফিঁকে হয়ে যায়।
সেদিনই হারিয়ে যাবো কোন কাক ডাকা ভোরে।

তারিখঃ- ১৭জানুয়ারী/২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“সূর্যস্নানে যাব” কবি কাজী মোহিনী ইসলামের কবিতা
পরবর্তী নিবন্ধ“দুই ফাঁক চাঁদ, নেইল আর্মস্ট্রং-এর মুসলমান হওয়া:”-জাকির তালুকদার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে