“ডুগডুগিওয়ালা”- এম আসলাম লিটনের কবিতা

0
475
www.natorekantho.com

ডুগডুগিওয়ালা
এম আসলাম লিটন

অদৃশ্য এক কালোহাত ডুগডুগি বাজায়
ডুগডুগি বাজে আমরাও নাচি
তালে তালে কালে কালে তাতাথৈথৈ
মাতোয়ারা, দিশেহারা উথাল-পাথাল।

আমরা নাচি আর রঙমাখি
ত্বকের জেল্লা বাড়াই
রঙেঢঙে সেলফির ফোয়ারা ছোটে
জুকারবার্গের ফাঁদের পাতায়।

আমাদের মগজগুলো অবশ হয়
ধার কমে যায়
ভোতা হতে হতে একসময়
ডুগডুগিওয়ালার বশে চলে যায়
আমরাও হয়ে যাই খেলার বানর।

ডুগডিগিওয়ালা অনায়াসে শুঁষে নেয় মগজ
রস, নির্যাস, রক্তঘামের ফসল
স্বপ্নময় আদিম নিবাস
লুট করে নিয়ে যায় বণিকের দল।

আমাদের মগজ ক্রমেই অন্যের হয়ে যায়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আদৃতা” -আগমণী ধরের কবিতা
পরবর্তী নিবন্ধ“পুরুষ”-জাকির তালুকদারের গল্প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে