তবুও স্বপ্ন -কবি শিরিন আফরোজ‘এর কবিতা

0
436
Shirin Afroz

তবুও স্বপ্ন

কবি শিরিন আফরোজ

স্বপ্নকে যত্নে রাখি
মেলে অন্তরের আখি,
এলোমেলো হাওয়ায়
যেন সে না হারায়,
ভালোবেসে আগলে রাখি।
আকাশের নীলে নীলে
ঘুরে বেড়ায় মন,
চাঁদের মায়াবী পরশ অতি
স্নিগ্ধ আপন।
জীবন চলার পথে
আসে শত বাঁধা ,
হিংসুক আর লোভাতুর গুলো
ওঁত পেতে দেয় থাবা।
স্বার্থের রোষানলে পরে
আপন হয় পর,
স্বপ্ন স্বপ্নই রয়ে যার
তুলে দেয় ঝড়।
হিসুংকরা পারে না সহ্য করতে
অন্যের সুনাম,
লোভীরা পারে না সহ্য করতে
অন্যের শান সুশান।
জীবন চলতে থাকে তবু
নিজের মত,
চলার পথে আসতে থাকে
বাঁধা বিপত্তি যত।
স্বপ্ন বেঁচে থাকে থাকুক
অন্তরে বারেবার,
সুচিন্তা আলো ছড়িড়ে যাক
অন্তরে সবার।

Advertisement
উৎসShirin Afroz
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ইসলামিক ফাউন্ডেশনের সেলাই মেশিন ও যাকাত বিতরণ
পরবর্তী নিবন্ধদীপশিখা মেটি স্কুল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে