“তুমি”- রিংকুর কবিতা

0
377
Rinku

“তুমি”
—————————

তুমি ভালোবাসার শ্রেষ্ঠ কবিতা
পড়লেই মনে শিহরণ লাগে,
তুমি মন ভালো করার জাদুর আয়না
সামনে দাঁড়ালেই সুখের অনুভূতি জাগে।

তুমি ঋতুরাজ বসন্তের ছোঁয়া
প্রকৃতির মতো রহস্যময়ী সুন্দরী,
তুমি ফুলের রানী গোলাপ ফুল
দৃষ্টিতে মায়া-ছড়ায়,যেন এক মায়াপরী।

তুমি প্রকৃতির তুলিতে আঁকা মোনালিসা
ঠোঁটে রহস্য মিশ্রিত হাসি,
তুমি নীল দিগন্তের শুভ্র মেঘ
রাত্রিময় তোমাতে মুখলুকায় শশী।

তুমি ঘাসের ডগায় জমানো ভোরের শিশির
স্পর্শে সজীবতার অনুভূতি,
তুমি দোয়েল পাখির গান
যেন ভালোবাসার প্রতিশ্রুতি।

তুমি আমার মনোরাজ্যের সম্রাজ্ঞী
যতই বলি কমহয়ে যায়,
তুমি থাকো কবিতা,নাটক,গান সর্বময়
আর মনটা জুড়ে সবসময়।

———-রিংকু ——–
উঃবঃনাটোর ০৩/০৩/২০২০ইং।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“রমনায় বসন্তবরণ” -বেণুবর্ণা অধিকারী
পরবর্তী নিবন্ধ“দম্ভ করে” কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে