“তোমার নামে কান্দি” -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
680
Shaheena-Ronju

“তোমার নামে কান্দি”

কবি শাহিনা খাতুন

দয়াল তোমার নামে কান্দি (আমি)
তোমার সাথে কান্দি
দিন বয়ে যায় দিনে দিনে
চেয়ে থাকি সুরুজ পানে
যদি হয় সব আন্ধি।।
সকাল গেল শিশুকালে
বুঝলামনাতো কিছু
সনদ প্রাপ্তির পড়ালেখা
ছাড়লোনাতো পিছু।।
দুপুর বেলায় ইন্দ্র আমায়
পাপের পথ দেখায়
প্রেম বিরহ সংসার নিয়ে
বেলা চলে যায়।।
সন্ধ্যা বেলায় হিসাবের
খাতা নিয়ে যখন বসি
দেখি সবকিছু বিয়োগান্ত
কায়া ঘুনে খাইছে আসি।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“পুরুষ”-জাকির তালুকদারের গল্প
পরবর্তী নিবন্ধ“সূর্য ও জল” – আসাদজামানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে