দুঃখ করো না মেয়ে -কবি সুলেখা শামুক‘এর কবিতা

0
561
সুলেখা শামুক

দুঃখ করো না মেয়ে

কবি সুলেখা শামুক

হারিয়ে গেছে হঠাৎ ঝড়ে ভালোবাসার রাখী
মেঘ আকাশে উড়ছে কেবল স্মৃতির টিয়াপাখি!
উড়ে যাওয়া স্মৃতির পালক রাখো যখন হাত
বুকে তোমার আছড়ে পড়ে নীরব বজ্রপাত।
বজ্রবাণে মেঘে মেঘে স্মৃতির নিশান উড়ে
ছাই ভস্ম যতো ঢাকো ততো পরাণ পোড়ে।
পুড়তে পুড়তে দুঃখগুলি ফিনিক্সপাখির মতো
একে একে জেগে উঠে ঘুমিয়ে ছিলো যতো।
জাগে তারা জাগবে তারা উড়ছে এবং উড়ে
এমনি করেই করবে তাড়া পুরো জীবন জুড়ে।
চলার পথে দিনের শেষে যাহা তোমার বয়
তাহাই জেনো এই জীবনে অমূল্য সঞ্চয়।
স্বপ্ন এবং স্বপ্নাহতের হিসেবখানি ভুলে
রঙিন তোমার নৌকোখানি ভাসিয়ো পাল তুলে।
উতল হাওয়া নদীর বুকে যেতে হবে বেয়ে
পুড়ক প্রীতি পুড়ক স্মৃতি দুঃখ করো না মেয়ে।

উৎসর্গঃ জীবন পথে একলা চলা মেয়েটিকে।

Advertisement
উৎসসুলেখা শামুক
পূর্ববর্তী নিবন্ধমুর্শিদাবাদ ভ্রমনের ইতিবৃত্ত -বেণুবর্ণা অধিকারী -২য় অধ্যায়
পরবর্তী নিবন্ধনাটোরে গুজব ছড়ানোয় স্কুল ছাত্র আটক, অভিভাবকরা সাবধান!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে