নলডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

0
194

নলডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

নলডাঙ্গা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলায় বেঁদে ও অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে।

১লা অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন প্রাং, উপজেলা সমাজসেবা অফিসার মেঃ আফাজ উদ্দিন ও অন্যান্য সুধিজন। নলডাঙ্গা উপজেলায় বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৩ জন শিক্ষার্থীদের মধ্যে সর্বমোট ৩,২১,৬০০ ( তিনলক্ষ একুশ হাজার ছয়শত) টাকার চেক প্রদান করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় দুটি বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ি ঘর বিলীন
পরবর্তী নিবন্ধনাটোরে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ জেলা প্রশাসকের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে