নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

0
240

নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

নলডাঙ্গা প্রতিনিধিঃ
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বানভাসী ও পানিবন্দী ৫০০ (পাঁচ শত) পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।

৫ অক্টোবর সোমবার উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বানভাসী ও পানিবন্দি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন,সহকারী কমিশনার ভূমি তাছমিনা খাতুন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকি,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির মাধনগর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ দেওয়ান,পিপরুল ইউনিয়ন চেয়ারম্যান কলিমউদ্দিন প্রাং,মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল মৃধা,পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান শাহজালাল,নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ পিপরুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজলুর রহমান মিশন সহ প্রমূখ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসী ও পানিবন্দি পরিবারের মাঝে চাউল, চিড়া, ডাউল, নুডুলস, সয়াবিন তেল, লবণ,চিন ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ভয়াবহ বন্যায়, দুইশ কোটি টাকার ক্ষয়ক্ষতি
পরবর্তী নিবন্ধসিংড়ায় মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে