নলডাঙ্গার বাসুদেবপুর রেলওয়ে স্টেশন চালু করা হোক

0
540

যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছিঃ

নাটোর জেলার বর্তমান নলডাঙ্গা উপজেলার একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনের নাম বাসুদেবপুর রেলওয়ে স্টেশন। এখানে এখনো তিনটি লাইন আছে। কিন্তু দীর্ঘদিন যাবত এই স্টেশনে জনবল না-থাকার কারণে শুধুমাত্র একটি লাইন চালু থাকায় দেশের অন্যতম প্রধান পরিবহন খাত রেলওেয়ের সেবা থেকে অত্র অঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছে। যে স্টেশন এক সময় মানুষের পদচারণায় দিন রাত মুখরিত থাকত আজ সে মলিন। তাই বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নিকট বিনীত নিবেদন অনুগ্রহ পূর্ব্বক স্টেশনটি চালু করার প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করুণ। সেই সংঙ্গে সংঙ্গে দু একটি ঢাকা গামী ট্রেনের স্টপেজর ব্যবস্হা সহ নতুনভাবে কিছু ট্রেনের বিরতি চালুর জোর দাবী জানাই।

অলোক ঘোষ , নাটোর।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধসিংড়ায় জামিলা ফয়েজ পলিটেকনিক ইন্সটিটিউটের ভিত্তি প্রস্থর স্থাপন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে