নাটোরের গুরুদাসপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ ক্লিনিককে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

0
355

স্টাফ রিপোর্টার, নাটোরকন্ঠ:

নাটোরের গুরুদাসপুরে ৪টি অবৈধ,লাইসেন্সবিহীন প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।এসময় নানা অনিয়মে ৪লক্ষ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ  দুপুরে গুরুদাসপুরের চারটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের বিশেষ টিম অভিযান চালায়।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিট্রেষ্ট ও সহকারী কমিশনার(ভূমি)মো.আবু রাসেল জানান,ক্লিনিক গুলোতে বিভিন্ন ক্রটি পাওয়ায় ভ্রাম্যমান আদালতে বসিয়ে  জরিমান করা হয়।ভ্রাম্যমান আদালতে ভোক্তাধিকার আইনের ২০০৯ এর ৫২ ধারায় পর্যায়ক্রমে হাজেরা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টি সেন্টারকে ২লক্ষ টাকা,আল্পনা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ১লক্ষ টাকা,চলনবিল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫০হাজার টাকা ও তানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরকে পাখির নিরাপদ আবাসস্থল গড়ার চেষ্টায় “সবুজ বাংলা”
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামের নবনিযুক্ত ইউএনও’র সাথে কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে