গুরুদাসপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
সন্দীপ কুমার গুরুদাসপুর
গুরুদাসপুরে করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপহার দিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় গুরুদাসপুর পৌর সদরের তিনটি পয়েন্টে ওই খাদ্য সহায়তা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন-গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,পৌর মেয়র শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান আলাল শেখ,উপজেলা খাদ্য কর্মকর্তা উম্মে কুলসুম।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন- করোনা ভাইরাসের কারনে কর্মহীন কোন মানুষ যেন অভুক্ত না থাকেন যে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার নানা কার্যক্রম পরিচালনা করছেন। ১০টাকা কেজি দরে খাদ্য সহায়তা প্রাপ্তি তারই একটি।
গুরুদাসপুর পৌরসদরের প্রকৃত উপকারভোগী বাছাই করে কার্ডের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ২০০ পরিবার ১০টাকা কেজি চালের এ সুবিধা পাচ্ছেন। ১০ টাকা কেজির চাল ছাড়াও সরকার,ব্যাক্তি,সামাজিক,রাজনৈতিক,স্বেচ্ছাসেবি সংগঠন কর্মহীনদের পাশে থেকে খাদ্য ও অন্যান্য সহায়তা অব্যাহত রেখেছেন।
জানাগেছে, সপ্তাহের রবি,মঙ্গল ও বৃহস্পতিবার তিন দিন পৌর সদরের তিনটি পয়েন্টে সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত চাল বিক্রি কার্যক্রম চলবে।
তিনজন ডিলার জহুরুল ইসলাম গাড়িষা পাড়া,নাছিমা বেগম কাচারি পাড়া ও মর্জিনা বেগম গুরুদাসপুর পয়েন্টে ওই চাল বিতরন করবেন। গুরুদাসপুর পৌর সদরের ৯ টি ওয়ার্ডকে ৩টি ইউনিটে ভাগ করে চাল বিতরন করা হবে জানান উপজেলা খাদ্য বিভাগ।
প্রতি ডিলার ৩ ওয়ার্ডের ৬০০জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদসহায়তার চাল বিক্রি করবেন। উল্লেখ্য গুরুদাসপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের নির্ধারিত ১ হাজার ৮০০ পরিবার খাদ্য সহায়তা পাচ্ছেন। একজন ব্যাক্তি সপ্তাহে একবার ৫ কেজি চাল ক্রয় করতে