নাটোরকন্ঠ:
নাটোরের বাগাতিপাড়ায় এক পুলিশ সদস্যের বাড়ি লকডাউন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দবী পাল এর সত্যতা নিশ্চিত করেছেন। এএসআই পদ মর্যাদার ওই পুলিশ সদস্যের নামে মামুন, তিনি ঢাকায় কর্মরত ছিলেন। বাড়ি বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের গালিমপুর এলাকায়।
স্থানীয়রা জানায়, চার দিন আগে এএসআই পদ মর্যাদার ওই পুলিশ সদস্য মামুন ঢাকা থেকে বাড়ি এসেছেন। কিন্তু গত কালকে বাইরে বের হলে এলাকাবাসীর ধারণা উপসর্গ নিয়ে সে ঢাকা থেকে এসেছেন। পরে তারা পুলিশ ও উপজেলা প্রশাসনে খবর দিয়ে এলাকার নিরাপত্তার স্বার্থে ওই পুলিশ সদস্যর বাড়ি লকডাউন করার অনুরোধ জানান।
এদিতে এএসআই মামুনের ভাই শাহিন দাবি করেছেন তার ভাই ২৮ দিনের ছুটিতে বাড়িতে আসে। তাই তাকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।
এ ব্যাবিষয়টি নিয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক ও ইউ এন ও প্রিয়াংকা দবী পাল উভয়েই জানান, আমরা জানা মাত্রই ওই পুলিশ সদস্যকে হোমকোয়ারিন্টনে থাকতে বলা হয়েছে এবং বাসাটি আজকে সকালে লকডাউন করা হয়েছে। প্রয়োজনে তার নমুনা পরীক্ষা করা হবে।