নাটোরের রাজবাড়ী -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
340
Shupti Jaman

নাটোরের রাজবাড়ী

কবি সুপ্তি জামান

নাটোরের রানীভবানীর
ক্ষয়ে যাওয়া প্রাসাদকে
তখনও পাহাড়া দিয়ে যাচ্ছিল
চতুর্দিক বেস্টন করে রাখা পরিখা,
বুকের উপর জলের পাহাড়
ধরে রেখেছে কত কাল!
একটি বুড়ো গাছ মরে কাত হয়েছিল
জলের গায়ে হেলান দিয়ে।
একজন টগবগে যুবক এক লাফে
উঠে গেল গাছটির উপর,
যুবা মুহুর্তেই হয়ে গেল একটি সুচিত্রক,
জল নয়, গাছ নয়,
রানীভবানীর স্মৃতি নয়,
কিছু নয়, কিছুই ছুঁয়ে থাকেনি
ঐ যুবকের হৃদয়,
সে জলের কাছে গিয়েছিল
ক্ষণিক ক্ষুন্নিবৃত্তির আশায়।
ভগ্নপ্রায় প্রাসাদের আরো-
কিছু ইট খুলে পড়ল ধুলায়।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধএকটি দুরন্ত খোয়াবনামা -কবি গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধলালপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে