নাটোরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ,১৩ লক্ষ টাকা জরিমানা

0
329

নাটোরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ,১৩ লক্ষ টাকা জরিমানা

লালপুর নাটোর কণ্ঠ: নাটোরে অবৈধভাবে গড়ে ওঠা লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার লালপুরে তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন ভাটা মালিককে মোট ১৩লাখ টাকা জরিমানা করা হয়।

নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, আজ নাটোরের লালপুর এলাকার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় লাইসেন্স বিহীনভাবে ইটভাটা স্থাপন, ইট পোড়ানো, পরিবেশ ছাড়পত্র না থাকা সেভেন স্টার ইটভাটার মালিক ফরহাদ হোসেন নান্নু ও এনএবি ইটভাটার মালিক জিএম শাহরিয়ার জামিলকে ৫ লাখ টাকা করে এবং এইচবিআর ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান জানান, ” ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩, (সংশোধিত ২০১৯) অনুসারে তিনটি ইটভাটার চারজন মালিককে অভিযুক্ত করে মোট ১৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে দু’জনকে ৩ মাসের এবং অপর দুজনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধসিংড়ায় সংখ্যালঘু পরিবারে নির্যাতনের অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে