নাটোরে আওয়ামীলীগ-বিএনপি সং.ঘ.র্ষ

0
101
natore kantho

নাটোর কন্ঠ : নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোঁড়া ও মারপিটের ঘটনা ঘটে।

এতে কাফুরিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ গুরুতর আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে শহরের আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য রাখছিলেন।

এ সময় আলাইপুর উপশহর মাঠে আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশে যাচ্ছিল সরকার দলীয় নেতাকর্মীরা। দুলুর বক্তব্য চলাকালে সরকার দলীয় নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে মারপিট ও ইটের আঘাতে যুবদলের এক কর্মী গুরুতর আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে সংঘর্ষ থামার পরে, বিএনপির অস্থায়ী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম বাচ্চু, দেওয়ান শাহীন, রহিম নেওয়াজসহ অনেকে।

অপরদিকে আওয়ামীলীগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের শান্তি সমাবেশ করে। শান্তি সমাবেশে বক্তারা , আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলাকারী, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের দাবি করেন।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঢাকা মেইলকে জানান, বিএনপির অবস্থান কর্মসুচিতে চলাকালে উভয় পক্ষের মধ্য ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বিএনপির ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুরের অভিযোগে 
পরবর্তী নিবন্ধনাটোরে প্রতারণা মামলায় আ. লীগ নেতা কারাগারে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে